সবকিছু শুরু এক ছোট্ট স্বপ্ন থেকে “শিশুরা যেন খেলার মাধ্যমে শেখে।”
সেই ভাবনা থেকেই জন্ম নিয়েছে Kidzybee। এখানে আমরা কেবল খেলনা বিক্রি করি না, বরং তৈরি করি এক শিক্ষণীয় খেলার জগৎ। আমরা বাংলাদেশের একটি অনলাইন এডুকেশনাল টয় শপ, যেখানে শুধুমাত্র নিরাপদ ও পরীক্ষিত শিক্ষামূলক খেলনা পাওয়া যায়। আমরা জানি, শিশুর সুস্থ বিকাশে খেলনার গুরুত্ব কতটা। এজন্যই আমাদের প্রতিটি প্রোডাক্ট আমেরিকা ও ইউরোপ সেফটি টেস্টেড ও সারটিফাইড।